॥স্টাফ রিপোর্টার॥ ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নূসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন করেছে রাজবাড়ী জেলা মহিলা পরিষদ।
গতকাল ১১ই এপ্রিল সন্ধ্যায় রাজবাড়ী শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বালন করে তারা এই কর্মসূচী পালন করে। এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী, জেলা শাখার সভানেত্রী লাইলী নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ডাঃ পূর্ণিমা দত্ত, সদস্য শায়লা তাবাসসুম শিলু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নূসরাত জাহান রাফির শ্লীলতাহানীর এবং পরবর্তীতে তাকে অগ্নিদগ্ধ করে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।