॥মনির হোসেন॥ ‘গণিত নিয়ে ভাববে যত, শানিত হবে বুদ্ধি তত’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী সায়েন্স ক্লাব আয়োজিত ২য় গণিত উৎসবের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই এপ্রিল সকালে কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, কালুখালী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী খান, শিকজান নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন, কালুখালী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবু নূরুল মোহাম্মদ ইমারত আলী ও কালুখালী সায়েন্স ক্লাবের সভাপতি আছিবুর রহমান অংকনসহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়েন্স ক্লাবের সদস্য মুহাম্মদ শিহাব।
আলোচনার শেষে অতিথিগণ গণিত উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।