॥তনু সিকদার সবুজ॥ বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সবার জন্য নিরাপদ পানি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১১ই এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নিরাপদ পানি পানের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সকলকে সচেতন হয়ে নিরাপদ পানি পান করার আহ্বান জানান।