॥রফিকুল ইসলাম॥ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আবু সাঈদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল ১০ই এপ্রিল বিকালে ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা ইমাম সম্মেলনে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর(আরডিসি) শাহ্ মোঃ সজীব এবং ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হকসহ জেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬/০২/২০১৯ ইং তারিখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন কমিটি কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মোহাম্মদ আবু সাঈদকে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়। মোহাম্মদ আবু সাঈদ ২০১৫ সাল থেকে রাজবাড়ী জেলার বরেণ্য ওলামায়ে কেরামগণকে সাথে নিয়ে ইসলাম ধর্ম প্রচার ও সামাজিক বিভিন্ন দিক যেমন- মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য ‘আলোর দিশারী রাজবাড়ী’ নামক একটি সংগঠনের ব্যানারে স্থানীয় ক্যাবল টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করে আসছেন। এছাড়াও তিনি তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীন প্রচার ও সমাজ গঠনের বিভিন্ন বিষয় আলোচনা করেন।