॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল ১০ই এপ্রিল ভূমি সেবা সপ্তাহের(১০-১৬ এপ্রিল/২০১৯) উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা ও স্পটসেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনকে স্পটসেবা হিসেবে খাজনা আদায়ের দাখিলা, নামপত্তন ও মিসকেসের আদেশপত্র প্রদানসহ তাদেরকে গোলাপ ফুলের স্টিকার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, বিকেল ৪টার দিকে পাংশা উপজেলা ভূমি অফিস চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশার এসিল্যান্ড(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা পৌরসভা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আক্কাস আলী ও উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ আলাউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সময়মত ভূমিকর ও নামপত্তন না করার কারণে জায়গা-জমি নিয়ে জটিলতাবোধ মনে করে সাধারণ মানুষ। স্বচ্ছ ধারণা না থাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অনলাইনের মাধ্যমে নামপত্তন আবেদনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে এসিল্যান্ড সাদিয়া ইসলাম লুনা বলেন, আমরা মানুষের সেবা প্রদানের জন্য মানসিক ভাবে সব সময় প্রস্তুত থাকি। আমরা যথেষ্ট আন্তরিক। সেবা গ্রহিতার কাগজপত্র সঠিক থাকলে যথাসময়ে তিনি তার কাঙ্খিত সেবা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা উপজেলা ভূমি অফিস, পৌরসভা ভূমি অফিস ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।