॥স্টাফ রিপোর্টার॥ ফুফাতো ভাইয়ের স্ত্রী’কে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
গত ৮ই এপ্রিল ওই গৃহবধূ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।
মামলার আসামী হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের সবুর মোল্লা (২৪)সহ অজ্ঞাত ৪/৫জন।
মামলা সূত্রে জানা যায়, সবুর মোল্লা একই গ্রামে তার ফুফাতে ভাইয়ের স্ত্রী এক সন্তানের জননীকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতো। বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান। পরে তার স্বামী সবুরকে ধমক শাসন করেন। এতে ক্ষিপ্ত হয় সবুর।
এ ঘটনার জের ধরে গত ৫ই মার্চ সকালে ওই গৃহবধূ বাড়ীর পাশে ছাগল বাঁধার জন্য যায়। সেখান থেকে ফেরার পথে সবুর তার অজ্ঞাত ৪/৫জন সহযোগিকে নিয়ে তার মুখ চেপে ধরে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে। মাইক্রোবাসে উঠানোর পর অজ্ঞাত একজন তাকে ধারালো অস্ত্র ধরে চিৎকার করতে নিষেধ করে। এরপর তারা তাকে ঢাকায় অজ্ঞাত এক বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে সবুর ৪দিন ধরে তাকে ধর্ষণ করে। ৪দিন পর সেখানকার এক মহিলার সহযোগিতায় ও তার মোবাইল ফোন দিয়ে ওই গৃহবধূ বাড়ীতে তার বাবাকে খবর দেন। খবর পেয়ে তার বাবা লোকজন নিয়ে ওই বাসা থেকে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে আপোষ মিমাংশা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত না হওয়ায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।