বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিসিআইটি’র সঙ্গে যুক্তরাষ্ট্রের এএসএ কলেজের চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনার দ্বার উন্মোচন করলো বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজী-বিসিআইটি।
এখন থেকে বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত এএসএ কলেজে ব্যবসায় শিক্ষা, কম্পিউটার সায়েন্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ক্রিমিনাল জাস্টিসসহ বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েশন ও ডিপ্লোমা ডিগ্রী অর্জনের সুযোগ পাবে। গতকাল ৯ই এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১১টায় এএসএ কলেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজী(বিসিআইটি)’র ২টি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজীর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক তানভির রাফায়েল মসহিম এবং এএসএ কলেজ যুক্তরাষ্ট্রের পক্ষে এডমিশন বিভাগের আগাথা চুক্তিতে স্বাক্ষর করেন।
বিসিআইটি’র পরিচালক তানভির রাফায়েল মসহিম জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীরা নূন্যতম যোগ্যতা অর্জনের মাধ্যমে খুব সহজেই যুক্তরাষ্ট্রের খ্যাতনামা এএসএ কলেজে পড়াশোনার সুযোগ পাবে। গ্রাজুয়েশনের পর ছাত্র-ছাত্রীদের অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিংয়ের মাধ্যমে চাকরীর সুযোগও থাকছে। পাশপাশি এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://bcitbd.com অথবা http://www.asa.edu/manhattan.asp এই ঠিকানায় -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!