॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের নিকট গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শাপলা-শালুক নামের ইউটিলিটি ফেরীর ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ সময় ট্রলারে থাকা ৩জনের মধ্যে দুইজন সাতরে উপরে উঠতে পারলেও ফরিদ হোসেন(৩২) নামে নৌকার মাঝি নিখোঁজ রয়েছেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর সাত্তার মেম্বার পাড়ার ছবেদ শেখের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে শাপলা-শালুক ফেরীটি সরু চ্যানেল দিয়ে দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটে ভেরার চেষ্টা করছিল। এ সময় ওই চ্যানেল দিয়ে মাছ ধরার একটি ট্রলার দ্রুত ১নং ঘাটের দিক থেকে এসে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে শাপলা-শালক ফেরীটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রলারটি উল্টে গিয়ে ট্রলারে থাকা ৩জন সিটকে পানিতে পড়েন। এর মধ্যে ২জন সাতরে উপরে উঠতে পারলেও ট্ররারের মাঝি ফরিদ হোসেন উঠতে পারেননি।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে জাল ফেলে নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমাদের স্টেশন অফিসার আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা স্থানীয় জেলেদের সাথে নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, সরু চ্যানেলে ফেরী কাছ দিয়ে ট্রলারটি দ্রুত যেতে গিয়ে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ফেরীর সাথে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।