॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় প্রকল্পের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৭ই মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক স্কুলগুলোর ২০১৮ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের সহকারী পরিচালক ফারজানা তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় প্রকল্পের ফিল্ড সুপারভাইজার কৃষ্ণ কুমার সরকারসহ মন্দির ভিত্তিক স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ বক্তাগণ তাদের বক্তব্যে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থাসহ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই উল্লেখ করে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার মন্দির ভিত্তিক ৫৯টি স্কুলের নির্বাচিত ৫জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০জন শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২৩জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।