॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ(২য়) আদালতে বিচারাধীন মামলার জমি রেজিস্ট্রি না করতে গতকাল ২৬শে ফেব্রুয়ারী পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে লিখিত দরখাস্ত দিয়েছেন জেলার সাবেক পাংশা থানার বর্তমান কালুখালী থানার বৃ-গোপালপুর গ্রামের তমিজ উদ্দিন মন্ডল।
জানাযায়, রাজবাড়ী জেলার থানা পাংশা, হাল কালুখালী, মৌজা বৃ-গোপালপুর এর মধ্যে আরএস ৩৪৩নং খতিয়ানভুক্ত এসএ ৪০০নং খতিয়ানভূক্ত আরএস ১৩৯১নং দাগে ১ আনায় ২৮ শতাংশ হাল বিএস দাগ নং ১১০৭ এর জমাজমি তমিজ উদ্দিনের পিতা ৮/২/২০০১ তারিখে ১৩৫৪নং রেজিস্ট্রিকৃত কবলামূলে খরিদ করে স্বত্ববান হন। উক্ত জমি নিয়ে বিজ্ঞ যুগ্ম-জেলা জজ আদালতে দেওয়ানী ৪৫/২০১৫ নং মামলা বিচারাধীন রয়েছে। মামলার বাদী তমিজ উদ্দিন মন্ডল বিবাদী আব্দুল মমিন মন্ডল গং। মামলা বিচারাধীন থাকার কারণে উক্ত সম্পত্তি অন্য কেহ কাউকে রেজিস্ট্রি করে দেওয়া আইন বহির্ভূত।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল রবিবার দুপুরে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসারের নিকট দরখাস্ত পেশ করেন মামলার বাদী তমিজ উদ্দিন মন্ডল।