॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত ৫ই এপ্রিল রাতে দৌলতদিয়া পতিতালয় থেকে ডাকাতি মামলার আসামী পলাশ সরদার (২৮)কে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত পলাশ সরদার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার আব্দুল খালেক সরদারের ছেলে। তার বিরুদ্ধে গত বছর সেপ্টেম্বর মাসে গোয়ালন্দ ঘাট থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গত বছর ৩০শে সেপ্টেম্বর উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া বেড়ি বাঁধ সড়কের ওপর গাঁছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে পলাশ সরদারের নাম বেরিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিনগত গভীর রাতে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে পলাশ সরদারকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে পলাশ সরদারকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।