॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৬ই এপ্রিল সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ (৬-১১ই এপ্রিল-২০১৯) উদ্বোধন করা হয়েছে।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা সুমির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফকির মোহাম্মদ নুরুল ইসলাম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ আনজুয়ারা সুমি কৃমির কারণে মানবশরীরে যেসব ক্ষতি হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধন পর্ব শেষে বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তাররা ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।