॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গতকাল ৫ই এপ্রিল দুপুরে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহার বাহাদুরপুর ইউপির সেনগ্রামের বাড়ীতে স্থানীয় সনাতন হিন্দু ধর্মের লোকজনের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর।
জানা যায়, অরুন কুমার ঘোষকে সভাপতি ও দেব গোপাল শর্ম্মাকে সাধারণ সম্পাদক করে বাহাদুরপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথি হিসেবে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু ও সদস্য পরিতোষ কর প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় পূজা উদযাপন পরিষদের কার্যক্রম জোরদারকরণসহ সামাজিক সেবামূলক কার্যক্রমে পূজা উদযাপন পরিষদের কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।