॥চঞ্চল সরদার॥ বিনা চিকিৎসায় দীর্ঘদিন বিছানায় পড়ে ধুকতে থাকা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সেই স্কুল ছাত্রী মাসুরা(১৫) এখন মানুষের আর্থিক সাহায্য ও সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৩১শে মার্চ দৈনিক মাতৃকণ্ঠে “রাজবাড়ীতে সুচিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী স্কুল ছাত্রী মাসুরা” শিরোনামে প্রকাশিত সচিত্র সংবাদ ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই সহায়তার হাত বাড়ায়। মানুষের আর্থিক সাহায্য-সহযোগিতায় মাসুরাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল ৩রা এপ্রিল বিকালে তাকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দুর্গাপুর গ্রামের দরিদ্র রিক্সাচালক বাচ্চু সরদারের মেয়ে মাসুরা সূর্যননগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বছর তিনেক আগে পেয়ারা পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডে আঘাত পাওয়ার পর থেকে সে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিল। টাকায় অভাবে তার পরিবার চিকিৎসা করাতে পারছিল না। মাসুরার মা ফতেমা বেগমও নানা রোগে আক্রান্ত হয়ে গত দেড় বছর ঘরে পড়ে আছে।
এ বিষয়ে দৈনিক মাতৃকণ্ঠে মাসুরাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই তার সাহায্যার্থে এগিয়ে আসে। মাসুরার বাবার বিকাশ নম্বরে ও নগদে ৩৩ হাজার ৮শত ৮৩টাকা সংগৃহীত হয়। তার মধ্যে আমরা রাজবাড়ীর সন্তান(এআরএস ফাউন্ডেশন) এর প্রধান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের পক্ষ থেকে সংগঠনের প্রচার সম্পাদক এস.এম হীরা ১০হাজার টাকা প্রদান করেন। এই টাকা সংগ্রহের ব্যাপারে সাংবাদিক রবিউল খন্দকার মজনু এবং সাংবাদিক চঞ্চল সরদার ভূমিকা রাখেন। তার উন্নত চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন।
মাসুরাকে নিয়ে ঢাকা যাওয়ার আগে পিতা বাচ্চু সরদার বলেন, যারা আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা- পয়সা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আজ আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় চিকিৎসা করাতে যেতে পারছি। আমি তাদের সাহায্য ও সহযোগিতার কথা কোনদিন ভুলবো না।
মাসুরা খাতুনও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আমি যতদিন বেঁচে থাকবো তাদের জন্য দোয়া করবো। আমাকে সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারি। কেউ মাসুরার চিকিৎসায় সহায়তা করতে চাইলে ০১৭৭১৬৯৬৪৮৮ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন।