॥শাহ্ ফারুক হোসেন॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ৩রা এপ্রিল ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমান জাদুঘরের মাধ্যমে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা ও প্রচার ম্যানেজার সঞ্জিত রায় মজুমদার জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধের বিভিন্ন দূর্লভ ছবি, যুদ্ধের চিত্রকল্প ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ভিডিওচিত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে।