॥রফিকুল ইসলাম॥ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ার পর অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজবাড়ী জেলা জজ আদালত। গতকাল ৩রা এপ্রিল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তিনতলা জেলা জজ আদালত ভবনের পশ্চিম পাশের প্রবেশ পথের সিঁড়ির নীচে বৈদ্যুতিক মিটার, কম্বাইন্ড বক্সসহ বিদ্যুৎ সরবরাহের যন্ত্রপাতি রাখার স্থলে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। এতে জজ আদালত ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং আদালত ভবনের নীচতলায় বসা আইনজীবী ও তাদের সহকারীগণসহ সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় জজ আদালতের একজন কর্মচারী ঝুঁকি নিয়ে কাটআউট বিচ্ছিন্œ করে ফেলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.কে.এম শওকত আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পর সিঁড়ির নীচ থেকে কালো ধোঁয়া বের হতে থাকলে সকলের মধ্যে আতংকের সৃষ্টি হয়। তবে একজন স্টাফ সাহসিকতার সাথে কাটআউট খুলে ফেলায় আগুন পুরোপুরিভাবে লাগতে পারেনি। তা স্বত্ত্বেও সিঁড়ির নীচ থেকে তিনতলা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের তারগুলো পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারতো। খবর দেয়ার পর গণপূর্ত বিভাগের লোকজন এসে পরিদর্শন করে গেছে।