॥কাজী তানভীর মাহমুদ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম গতকাল ২রা এপ্রিল বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য মজুদ-বিক্রিসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাজারের হোটেল, মিষ্টি-মুদী ও সার-কীটনাশকের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য ধ্বংস করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।