॥তনু সিকদার সবুজ॥ “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১২তম বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২রা এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাহমিদা খানম, জাইকার প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে আলোকসজ্জা করা হয়।