শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি-আলিম পরীক্ষা শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

॥কালুখালী প্রতিনিধি॥ গতকাল ১লা এপ্রিল থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। কেন্দ্রগুলোর মধ্যে কালুখালী সরকারী কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্র বিষয়ে ২৪২জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৬জন এবং মৃগীর শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ কেন্দ্রে একই বিষয়ে ২৫৩জন পরীক্ষার্থীর মধ্যে ২৫১জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অপরদিকে হোগলাডাঙ্গী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ বিষয়ে ১৬৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩জন আলিম পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কালুখালী সরকারী কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হাসান, ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, হল সুপার হারুন-অর-রশিদ ও সহকারী অধ্যাপক মুন্সি মাহবুবুর রহমান, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান, ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, হল সুপার অধ্যক্ষ মাওঃ মোঃ নূরুল ইসলাম হেলাল, তত্ত্বাবধায়ক উপাধ্যক্ষ মাওঃ নূরুল আমিন এবং মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, হল সুপার সহকারী অধ্যাপক ও পিযুষ কুমার বিশ্বাস দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্রে গুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!