রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩০শে মার্চ বিকালে সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকার বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহ্ মোঃ সজীব, সাবরিনা শারমিন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ এবং জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত নিজেদের জীবনকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সে জন্য তাদেরকে এখন থেকেই হেলায় সময় নষ্ট না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে যাতে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী বা ভালো কোন বিষয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয় সেই জন্য চেষ্টা করতে হবে। তবেই তাদের জীবন সার্থক ও সুন্দর হবে। যেসব শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা করে তাদেরকে বিজ্ঞানের বেসিক ও এ্যাপ্লাইড এই দুুটি মূল বিষয় সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে। যে বিজ্ঞান চর্চাকারী বেসিক সম্পর্কে ভালোভাবে জানবে সে এ্যাপ্লাইড ক্ষেত্রেও সফল হবে। তাই আমি বিজ্ঞান চর্চাকারী প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানের বেসিক সম্পর্কে ভালোভাবে জানার আহ্বান জানাচ্ছি।
আলোচনা পর্বের শেষে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন স্টলের প্রজেক্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান ভিত্তিক প্রজেক্টে কলেজ পর্যায়ে রাজবাড়ী সরকারী কলেজ ১ম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ ২য় এবং স্কুল পর্যায়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ১ম ও বালিয়াকান্দি সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করে।
উল্লেখ্য, গত ২৮শে মার্চ তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!