॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী উপজেলার তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৩০শে মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, রতনদিয়ার ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, হাজী আঃ গফুর মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার ভদ্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি প্রমুখ উপস্থিত ছিলেন।