॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ২২শে মার্চ সকালে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ কার্যালয়ে এসে ব্যাংকের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব এবং কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় ব্যাংকের কর্মকর্তাগণ পরস্পরের সাথে পরিচিত হন এবং ব্যাংকের কার্যক্রমসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।