॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ২১শে মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কালুুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, সার্ভেয়ার মেহেদী হাসান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তালেবুর রহমান ও শম্ভু দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, আগামী ৬-১১ই মার্চ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে। এ সময় উপজেলা ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।