॥এম.এইচ আক্কাস॥ প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১তম গ্রেডে বেতনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষকরা।
গতকাল ২১শে মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন পালন করা হয়। বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ গোয়ালন্দ উপজেলা শাখা এর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি এস.এম শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সহ-সভাপতি নাসির মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার লাকী প্রমুখ বক্তব্য রাখেন।