॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা গতকাল ১৮ই মার্চ বেলা ১১টায় জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ক্ষয়ক্ষতির বিবরণ লিপিবদ্ধ করেন এবং যত দ্রুত সম্ভব সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৭ই মার্চ বিকালে অলংকারপুর গ্রামের মজিদ বিশ^াসের বাড়ীর রান্নাঘর থেকে আগুন লেগে ২টি পরিবারের বসত ঘরসহ রান্না ঘর, ঘরে থাকা আসবাব পত্র ও চৈতালী ফসলসহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে ৭লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।