॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল রবিবার বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং শিশুদের নিয়ে ৯৯ পাউন্ড ওজনের বিশাল এক কেক কাটা হয়।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরের উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। শেষে অনুষ্ঠানে আগত বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে ৯৯ পাউন্ড ওজনের বিশাল এক কেক কাটা হয়। এছাড়া পরে শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাষনের ওপর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূর জাহান চৌধুরী, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়েম আক্তার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এছাড়া বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম-সম্পাদক আতিকুজ্জামান সেন্টু ও মোহাম্মদ আলী মোল্লা প্রমূখ।