বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী পৌরসভার আয়োজনে গতকাল ১৭ই মার্চ সন্ধ্যায় রজনীগন্ধা পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আলমগীর হুসাইন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও জেলা জাসদের(ইনু) সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। শেখ হাসিনার ভিশন অনুযায়ী কয়েক বছরের মধ্যেই আমরা উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাব। দেশের প্রতি শেখ হাসিনার যে মমতা-ভালোবাসা সেটা অন্য কারো মধ্যে নাই। তাই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠন করেছিলেন। দেশকে যখন তিনি উন্নতীর দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করলে আমাদের জীবন সার্থক হবে।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিগণসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!