রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ই মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শাখা দু’টির কমিটি ভেঙ্গে দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা হিসেবে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান বক্তব্য রাখেন।
গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে সভায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ্বাস, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক সম্পাদক শ্রীরূপ কুমার কুন্ডু, সদস্য আঃ সাত্তার ফকির, আবুল প্রামানিক, রাজু আহম্মেদ, আঃ কাদের মুন্সি, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বিদায়ী সাধারণ সম্পাদক মোমিন শেখ ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মোমিন শেখকে আহ্বায়ক, আঃ সাত্তার ফকির, আবুল প্রামানিক ও দেলোয়ার হোসেন দুলুকে যুগ্ম-আহ্বায়ক, হাবিবুর রহমানকে সদস্য সচিব, আরিফ শেখ, রোকন উদ্দিন রোমান, সেলিম খান, নায়েব আলী মন্ডল, জাহিদুন্নবী জাহিদ, আফজাল মোল্লা, ছাদেকুর রহমান, জাহাঙ্গীর আলম বাবু, আলম শেখ, বাবুল শেখ, মোহন মিয়া ও রোকন সরদারকে সদস্য করে কৃষক লীগের ১৭ সদস্য বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও আল মাহমুদ মিশাকে আহ্বায়ক, রেজাউল শেখ, রফিকুল ইসলাম ও বাবু শেখকে যুগ্ম-আহ্বায়ক, লিটন আলীকে সদস্য সচিব, মুরাদ শেখ, সম্রাট সরকার গেদু, শ্রী রমেন, রিয়াজ শেখ, রশিদ ফকির ও সিদ্দিক মিয়াকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট গোয়ালন্দ পৌর শাখার কমিটি গঠন করা হয়।
একই দিন(১৫ই মার্চ) জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। তাদেরকে ৯০দিনের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে -প্রেস বিজ্ঞপ্তি।