॥মনির হোসেন॥ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই মার্চ সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুল হক বাবু, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, রতনদিয়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বকুল মাস্টার ও রতনদিয়া ইউপির সদস্য তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অর্থ পুুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।