॥মনির হোসেন॥ জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে কালুখালী উপজেলাতে কুকুরের টিকাদান কার্যক্রম চলছে।
গত ১৩ই মার্চ সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম। উদ্বোধনকালে স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, সার্ভেয়ার মেহেদী হাসান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান, এমটি ইপিআাই শম্ভু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ৩হাজার কুকুরকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৩০৭টি কুকুরকে টিকা প্রদান করা হয়েছে। আগামী ১৭ই মার্চ পর্যন্ত টিকাদান কার্যক্রম থাকবে।