॥তনু সিকদার সবুজ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি-উন্নত জীবনের ভিত্তি’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৩ই মার্চ সকালে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ^াস, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান দাস, জাইকার প্রতিনিধি রাশেদুজ্জামান, বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহণ করে।