॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১২ই মার্চ পার্সিং উৎসব পালিত হয়েছে।
উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া মাঠে ধান ক্ষেতে দুপুর ১২টার দিকে পার্সিং উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বদরুল আলম, এসএপিপিও মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও মোঃ নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান বলেন, ধানক্ষেতে ক্ষতিকর পোকা দমনে পার্সিং খুবই কার্যকর। ধান রোপনের পরপরই ক্ষেতে পার্সিং করার গুরুত্বারোপ করেন তিনি। গতকাল মঙ্গলবার একযোগে উপজেলার ৩১টি ব্লকে পার্সিং করা হয়।