॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ১১ই মার্চ সন্ধ্যায় পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌরসভার সকল ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরবৃন্দ মিছিল সহকারে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হয়। সেখান থেকে সকলে মিলে শহরের বিভিন্ন সড়কে শোডাউন শেষে পাংশা শহরের কালিতলা তিনরাস্তা মোড়ে পথ সভা করে।
পথসভায় পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন পাতা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মন্ডল, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাবলু বিশ্বাস ও পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আগামী ২৪ মার্চ পাংশা উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া গতকাল সোমবার বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে কসবামাজাইল ও সরিষা ইউপিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক সভা করেছে। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেন ও উত্তম কুন্ডুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।