॥গোয়ালন্দ প্রতিনিধি॥ ‘খেলাধুলার চর্চা করি, মাদক মুক্ত দেশ গড়ি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৮ই মার্চ রাতে উপজেলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাব ওসমান ওয়ান দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাবের পক্ষে সজল ও বাঁধন এবং ওসমান ওয়ান এর পক্ষে ওসমান ও হিরু পরস্পরের মুখোমুখি হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
টুর্নামেন্টের আয়োজক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক সেলিম মুন্সি, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ উপস্থিত দর্শকরা ফাইনাল খেলাটি উপভোগ করেন। গত ২৩শে ফেব্রুয়ারী ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।