॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলা উদীচী পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার দেয়া হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় উদীচীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২০জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বালিয়াকান্দি উপজেলা উদীচীর সভাপতি শাহাদত মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা উদীচীর উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির ও বালিয়াকান্দি কলেজের প্রভাষক রকিবুল হাসান প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানের পর উদীচীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বিশ্বাস বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চায় আমরা সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখি। আমাদের একাডেমীর যে সকল শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে আমরা চেষ্টা করি তাদেরকে পুরষ্কৃত করার। তারই ধারাবাহিকতায় এ বছর আমরা ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিলাম। আমাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।