॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল ৮ই মার্চ বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী-২০১৯ অনুষ্ঠিত হয়।
সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিক, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, অধ্যক্ষ এস.এম কায়কোবাদ ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা, রাজবাড়ী, কুষ্টিয়া ও মাগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার শতাধিক লেখক-কবি, সাহিত্যিক অংশগ্রহণ করেন।