॥রঘুনন্দন সিকদার॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা ও পিঠা মেলার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে ’সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে মহিলা ও নারী বিষয়ক অধিদপ্তর মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী শামীমা বেগম ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।