॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৭ই মার্চ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য সংরক্ষণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় সুপার স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১হাজার ৫শত টাকা, চাঁদ তারা ফাইভ স্টার হোটেলকে ২হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সিয়াম হোটেলকে একই আইনের ৩৮ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।