॥মনির হোসেন॥ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৬ই মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃ দাঃ) তহমিদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, কালুখালী কলেজের শিক্ষক মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টাফ-প্রশিক্ষক, বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ছাড়াও দিবসটি উপলক্ষে ২দিনব্যাপী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।