॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক গোয়ালন্দ উপজেলায় আয়োজিত হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫শে ফেব্রুয়ারী গোয়ালন্দ প্রপার হাই স্কুলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থী ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ) শাহিন সুলতান রাজা এবং গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-১৯ ইং এর আওতায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্রী এই হ্যান্ডবল প্রশিক্ষণে অংশগ্রহণ করে।