॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য রাজবাড়ীর ৪টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
গতকাল ২৮শে ফেব্রুয়ারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার এবং জেলা নির্বাচন অফিসে গোয়ালন্দ ও পাংশা উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ২ জন রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইতে বালিয়াকান্দি উপজেলার ১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং পাংশা উপজেলার ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন ঃ বালিয়াকান্দি উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু, তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী কাছেদ আলী মাস্টার, সুনীল বিশ্বাস বাটুল ও মতিয়ার রহমান এবং পাংশা উপজেলার দ্ইু ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম রাসেল কবীর ও হাজী কাওছার মন্ডল।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নির্বাচনের আপীল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সদর উপজেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমাল হুদা, মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আয়কর বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইয়ের পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এবারে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও পাংশা উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক আছে দেখা হচ্ছে। যেহেতু এটি জাতীয় সংসদ নির্বাচন না এবং নির্বাচনে অনেক বেশী প্রার্থী অংশগ্রহণ করবেন, সেই জন্য নির্বাচন কমিশন থেকে ২ জন রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকে (সার্বিক)কে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা এবং জেলা নির্বাচন অফিসারকে গোয়ালন্দ ও পাংশা উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ করা হয়েছে। যদি কোন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত না হয় বা অন্য কোন বিষয়ে আপত্তি থাকে তবে তিনি জেলা প্রশাসকের নিকট আপীল করতে পারবেন। সেক্ষেত্রে জেলা প্রশাসক প্রার্থীর আপত্তিকৃত বিষয় নিস্পত্তি করবেন। এর পরও যদি কেউ সন্তুষ্ট না হন, তিনি নির্বাচন কমিশনে বা উচ্চ আদালতে আপীল করতে পারবেন। আজকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বৈধ প্রার্থী সিলেক্ট হলেও কোন প্রার্থী আগামী ৭ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোন প্রকার প্রচার-প্রচারনায় অংশ নিতে পারবেন না। ৭ই মার্চের পর থেকে ২২শে মার্চ পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর ৭ই মার্চের আগে গোপনে বা প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালানোর কোন অভিযোগ প্রতীয়মান হয় তাহলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও প্রত্যেক উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্নভাবে প্রার্থীদের নজরদারীতে রাখবেন। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই মনে রাখতে হবে, আগামী উপজেলা পরিষদ নির্বচান শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। যে কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসকের বক্তব্যের শেষে যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। যাচাই-বাছাইতে রাজবাড়ী সদর উপজেলার সকল প্রার্থীর (৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মনোনয়নপত্র বৈধ এবং বালিয়াকান্দি উপজেলার উপরে উল্লেখিত ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলসহ অপর ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার জানান, দাখিলকৃত কাগজপত্রের মধ্যে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপরদিকে জেলা নির্বাচন অফিসে পাংশা ও গোয়ালন্দ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। যাচাই-বাছাইতে গোয়ালন্দ উপজেলার সকল প্রার্থীর (২ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মনোনয়নপত্র বৈধ এবং পাংশা উপজেলার উপরে উল্লেখিত ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ঋণখেলাপীর দায়ে বাতিল ঘোষণাসহ অপর ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।