॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মুন্সি ইয়ারউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৮শে ফেব্রুয়ারী দুপুরে আনসার ও ভিডিপির ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
মুন্সি ইয়ারউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট সদন চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য আনসার ও ভিডিপির সার্কেল এ্যাডজুটেন্ট মেঃ শফিকুল ইসলাম এবং বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ। এ সময় আনসার ও ভিডিপির উপজেলা কমান্ড্যান্ট মেঃ আব্দুর রব মোল্লা ও উপজেলা প্রশিক্ষিকা শামিমা আক্তারসহ সংশ্লিষ্ট কোম্পানি লিডারগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।