॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা-প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৮শে ফেব্রুয়ারী দুপুরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। সরিষা-প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানা উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমে উজ্জীবিতকরণের গুরুত্বারোপ করেন।
সভায় এআই মোঃ মনিরুল কাদির, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
সভায় পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী, সরিষা-প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিন্নাত আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।