॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের বালিয়াকান্দি উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ২৬শে ফেব্রুয়ারী বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুর সাত্তার মোল্লার সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক প্রমুখ বক্তব্য রাখেন। অতিথিদের বক্তব্যের শেষে উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান উপ-সহকারী কৃষি অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রতন কুমার বসু। অনুষ্ঠানি উপস্থাপনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাজাহান আলী খান।
উল্লেখ্য, গত ২রা ফেব্রুয়ারী একই স্থানে (উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুম) ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের বালিয়াকান্দি উপজেলা শাখার ২৪ জন সদস্য ভোটারের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শেখ আমিনুল ইসলামকে সভাপতি, শ্যামল কুমার দে’কে সিনিয়র সহ-সভাপতি, মাহবুব আলী খানকে সহ-সভাপতি, মোঃ আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ আলাউদ্দিন সরকারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ হাবিবুর রহমানকে অর্থ সম্পাদক, যাইদুর রহমানকে দপ্তর সম্পাদক, মৃণাল কান্তি বিশ্বাসকে প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক, পলি আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক এবং কাজী আব্দুর রবকে নির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।