॥মাহফুজুর রহমান॥ ‘তা’লিমে ইসলাম মানিকগঞ্জ’ এর আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের নিমতলা সিদ্দিকীয়া ফোরকানীয়া মাদ্রাসার উদ্বোধন এবং ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫শে ফেব্রুয়ারী বাদ আসর অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও বক্তা হিসেবে ওয়াজ করেন মানিকগঞ্জের ছিদ্দিকনগরের তা’লিমে ইসলাম শায়খ পীরে কামেল ও মুকাম্মিল আলহাজ্ব হয়রত মাওলানা মুফতি ড. মুহাম্মদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী। ইতিপূর্বে নিমতলা গ্রামের আলহাজ্ব সিদ্দিকুর রহমান বেপারী তার নিজের ৩০ শতাংশ জমি তা’লিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নামে লিখে দেন। সেই জমিতে গড়ে তোলা হয়েছে নিমতলা সিদ্দিকীয়া ফোরকানীয়া মাদ্রাসা। ওয়াজ মাহফিলের পূর্বে প্রধান অতিথি মাদ্রাসাটি উদ্বোধন করেন। তা’লিমে ইসলাম রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভুঁইয়া নবনির্মিত নিমতলা সিদ্দিকীয়া ফোরকানীয়া মাদ্রাসার উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকার অনুদান দেওয়া আশ্বাস দেন। এছাড়া বক্তব্য রাখেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলাম সফি। মাহফিল পরিচলনা কমিটির উপদেষ্টা প্রফেসর ইউনুছ আলী মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে তা’লিমে ইসলাম মানিকগঞ্জ এর রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মেদ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং তথ্য ও প্রচার সম্পাদক আলম হোসেনসহ মানিকগঞ্জ দরবার শরীফের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান উপস্থিত ছিলেন।