॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীমের নিকট উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগ মনোনীত) এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ এবং স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ হাসান ওদুদ (বর্তমান পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান) মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া আওয়ামী লীগ প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সী (বর্তমান পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান) মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ। তিনি এবারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। ফরিদ হাসান ওদুদ বর্তমান পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নাদের মুন্সী চতুর্থ উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের ২১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নাদের মুন্সী নিহত হলে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হেনা মুন্সী। পাংশা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তিনি।