॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক নির্মাণের ৪ বছর অতিবাহিত হলেও সড়কের মাঝখানে রয়ে গেছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের বিপদজনক কয়েকটি খুঁটি। এ কারণে সড়কটি এখনো পুরোপুরি যান চলাচলের উপযোগী হয়নি। মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
রাজবাড়ী শহরের প্রধান দু’টি সড়কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বড়পুল মোড় থেকে আনসার ক্যাম্প পর্যন্ত ২৭০ মিটার দৈর্ঘ্যরে এই সড়কটি পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি সরানো সম্ভব না হওয়ায় এখন পর্যন্ত রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, এ রাস্তার কাজ হয়েছে আগের মেয়রের আমলে। খুঁটিগুলো রাস্তার মাঝখানে থাকায় রাস্তা নির্মাণের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমি মেয়রের দায়িত্ব নেয়ার পর ইতিপূর্বে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। রাস্তাটি সচল করার জন্য অতিসত্ত্বর খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করা হবে।
ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, বিদ্যুতের খুঁটিগুলো মাঝখানে রেখে রাস্তার কাজ করার সময় বিষয়টি বিবেচনা করা দরকার ছিল। মেয়রের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী নাজিম আহম্মেদ নামের এক যুবক বলেন, খুঁটিগুলো রাস্তার মাঝখানে থাকায় বড় যান চলাচল ব্যাহত হচ্ছে। রোগী বহনকারী গাড়ীগুলোকে অনেকটা পথ ঘুরে হাসপাতালে যেতে হচ্ছে। জনস্বার্থে খুঁটিগুলো দ্রুত সরিয়ে ফেলা দরকার।