॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০১৮-২০১৯ মৌসুমে মুগ ও তিল ফসল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষকরা যাতে এর সুফল ভোগ করতে পারে সেই লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার প্রণোদনা কর্মসূচীর সুবিধাভোগীদের তিল ও মুগডাল উৎপাদনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে ১৪০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং ১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।