শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর মাধব লক্ষ্মীকোলে উত্তরণ ডেইরী’র উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীতে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উত্তরণ ডেইরী ফার্মের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২২শে ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এই ডেইরী ফার্মের উদ্বোধন করেন। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-পিপিএম’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান বলেন, তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেলে সমাজের মূল ¯্রােতধারায় থাকবে। এদেরকে মূল ¯্র্েরাতধারায় ফিরিয়ে আনতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি হবেই তারা অসহায়। সমাজের তৃতীয় লিঙ্গের এসব জনগোষ্ঠীর পাশে থাকার জন্য তিনি হিজড়া সংগঠনের সভানেত্রী চৈতির পিতা মনোয়ার হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, চৈতির জন্য তার পিতা-মাতাকে সমাজের কথা শুনতে হয়েছে। সমাজের বাধা-বিপত্তি মেনে নিয়েও চৈতির পাশে থাকার জন্য তিনি চৈতির পিতা-মাতার প্রশংসা করেন। তিনি আরো বলেন, চাকুরীর সুবাদে কয়েকটি দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে এসব নিয়ে কোন মাথাব্যথা নেই। আপনাদের সমাজে ওদেরকে স্থান দিয়ে আপনারাও সম্মানীত হয়েছেন। এছাড়াও তিনি হিজড়াদের সহায়তার জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, ঢাকা বিভাগের উপ-কর কমিশনার আয়শা সিদ্দিকা সেলি, উত্তরণ ফান্ডডেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, উত্তরণ ডেইরীর তত্ত্বাবধায়ক চৈতি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম এবং ৫ থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-পিপিএম জানান, প্রাথমিকভাবে ৪টি গরু দিয়ে ডেইরী ফার্মটির যাত্রা শুরু হলো। এই ফার্ম থেকে ১৭ জন তৃতীয় লিঙ্গের মানুষ সুবিধা পাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!