বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ২০শেফেব্রুয়ারী উৎসবমূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১২জন প্রার্থীর মধ্যে তৃতীয় শ্রেণির অথি ১৫১ ভোট, মেহজাবিন ১৩৫ ভোট ও ইমন ১২৭ ভোট, চতুর্থ শ্রেণির সাদাত ইবাদ ১৫৪ ভোট ও সামিয়া ইসলাম বিথী ১২৪ ভোট এবং পঞ্চম শ্রেণির তামান্না ১৪০ ভোট ও স্বাগত বিশ্বাস ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল ১২জন। ভোটার ৪২০জন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পরস্পর মিলেমিশে স্টুডেন্টস কাউন্সিলিং কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে।
জানা যায়, নির্বাচনে পঞ্চম শ্রেণির ফাহমিদা আনজুম ইরা প্রিজাইডিং অফিসার, পঞ্চম শ্রেণির ফারহানা রহমান মেধা প্রধান নির্বাচন কমিশনার ও তৃতীয় শ্রেণির তানজিম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে।
পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, ইন্সট্রাক্টর সাধন কুমার সাহা চৌধুরী, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ও সভাপতি মোঃ হাসান আলী মাস্টারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!